ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের বিরুদ্ধে রাসেল মিয়া (৪০) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করায় সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
রোববার তারাকান্দা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত রাসেল মিয়ার ছেলে ইফাত সরকার ও বড় ভাই নয়ন মিয়া। নিহত রাসেল মিয়ার ছেলে ইফাত সরকার (১১) বলে, মামলা হওয়ার ৭ দিন অতিবাহিত হলেও আসামি ধরছে না তারাকান্দা থানা পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, প্রতিবেশী রফিকুল ইসলাম রবি গংদের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৬ ফেব্রম্নয়ারি স্বতন্ত্র একতেদায়ী মাদ্রাসা এলাকায় পরিকল্পিতভাবে রফিকুল ইসলাম রবি গংরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রাসেল মিয়াকে(৪০) গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনাকে কেন্দ্র করে তারাকান্দা থানার নিহত রাসেল মিয়ার বড় ভাই নয়ন মিয়া বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে ২/৩/২৫ তারিখে মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।