শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

  ১০ মার্চ ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

শপথ গ্রহণ

ম নওগাঁ প্রতিনিধি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার ২০২৫-২৬ ইং সেশনের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা সভাপতি ফরহাদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আতিকুর রহমান। অনুষ্ঠানে নওগাঁ সভাপতি মুহাম্মাদ ফরহাদ আলম ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

ইফতার মাহফিল

ম নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে শনিবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য মাওলানা মোছলেহুদ্দীন ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন। এতে প্রধান আলোচক ছিলেন জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য আমজাদ হোসাইন। জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারী আমিরুল ইসলাম আমীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মকবুল হোসেন, নরসিংদী সদরের আমীর মাহফুজ ভূইয়া, শহর আমীর আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রশিদ খান প্রমুখ।

ইফতার অনুষ্ঠান

ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে রাণীশংকৈল উপজেলা শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মিন্নাতুলস্নাহ পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জামায়াতের জেলা আমির বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার।

দোয়া মাহফিল

ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিনে যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজী। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী (বাদশা), হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মুনজুরুল ইসলাম প্রমুখ।

মনোনয়ন ফরম দাখিল

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের ১৫ মার্চ দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সভাপতি, সাধারই সম্পাদকসহ ১৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রোববার জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে মনোনয়ন ফরম দাখিল করেছেন।

জানা গেছে, জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও সাংবাদিক জাহিদ হাসান, সাধারণ সম্পাদক পদে জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, দিলওয়ার খান, একেএম আব্দুলস্নাহ, মনিরুজ্জামান মহসিন, হানিফ উলস্নাহ আকাশ, যুগ্ম সম্পাদক পদে নাজমুশ শাহাদাত নাজু ও সোহান আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে সুজাদুল ইসলাম ফারাস, মনোরঞ্জন সরকার প্রমুখ মনোনয়ন ফরম দাখিল করেছেন।

খাদ্যসামগ্রী বিতরণ

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়নের পশ্চিম আতাদী গ্রামের উচিৎপুরা ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মরহুম ডা. আজিজ মোলস্না ও তার স্ত্রী মরহুমা সুবেদা বেগমের নামে প্রতিষ্ঠিত আজিজ-সুবেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে ৪৫ জন বিধবা ও অস্বচ্ছল মহিলাকে রোজার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মরহুম আজিজ-সুবেদার পরিবারের পক্ষ থেকে তাদের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও আড়াইহাজার থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খালেকুজ্জামান মোলস্না এবং গ্রামীণ ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার (অব.) সালাউদ্দিন আজিজি এ খাবারসামগ্রী বিতরণ করেন। এ সময় তাদের পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফ্রিতে চিকিৎসা

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনা জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সমিতির সহশ্রাধিক সদস্যের চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করে মানবিক উদ্যোগ নিয়েছে বলে জান গেছে। পাবনা জেলা অবসর সমিতির ব্যবস্থাপনায় একজন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করা হয়েছে। সদস্যদের যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। নিয়োজিত ডাক্তার হলেন ডা. মোহাম্মদ আলী, এমবিবিএস (আরএমসি), সিসিডি (বারডেম) প্রাক্তন সহকারী রেজিস্টার (সার্জারি), পাবনা সদর হাসপাতাল ও সহকারী পরিচালক (স্বাস্থ্য), আরএমও, পাবনা শিশু ও জেনারেল হাসপাতাল।

যৌথ সভা অনুষ্ঠিত

ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ডুমুরিয়ায় রমজান উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিল আয়োজনের লক্ষে উপজেলা শ্রমিক দল ও কৃষক দলের উদ্যোগ রোববার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষক দলের আহবায়ক মাস্টার আয়ুব আহমেদের সভাপতিত্বে ও শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনের সঞ্চলনায় বাসস্ট্যান্ড চত্বরে শ্রমিক দলের অফিসে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা মাহবুবুর রহমান, শেখ মশিউর রহমান লিটন।

ইফতার মাহফিল

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার কয়াপাড়া কামারকুড়ি নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও ওসমান গণী শিশু সদন মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ৪ নং মান্দা সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান রিপু'র সঞ্চালনায় ও সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মকলেছুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু।

মৎস্য ঘের উদ্ধার

ম কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় অবৈধ দখলদারদের কবল থেকে দীর্ঘ ১০ বছর পর মৎস্য ঘের ফিরে পেলেন শফিকুল ইসলাম। উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোড়লের ছেলে শফিকুল ইসলামের জমিতে লিখিত এওয়াজ মুলে মৎস্য ঘের করতেন একই গ্রামের সুবোধ চন্দ্র সানার ছেলে প্রকাশ চন্দ্র সানা। তিনি ১০ বছর ওই ঘের করেন। দীর্ঘদিন ঘের করার পর ২০১৫ সালে এওয়াজ না মেনে প্রকাশ চন্দ্র সানা ক্ষমতার দাপট দেখিয়ে শফিকুল ইসলামের মৎস্য ঘের দখল করে নেয়। ওই মৎস্য ঘেরে ১ থেকে দেড় লাখ টাকার মাছ ছিল। বিষয়টি নিয়ে দুই পক্ষকে নিয়ে থানায় বসা হয়। সিদ্ধান্ত হয় যার জমি যেখানে সেখানে তিনি ভোগ দখল করবেন।

দোয়া ও ইফতার

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল প্রতি বছরের মতো এবারের অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরীর মোহাম্মদপুরের গ্র্যান্ড প্রিন্স থাই ও চাইনিজ রেষ্টুরেন্টে। আগামী শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ঢাকায় বসবাসরত পার্বতীপুর বাসীদের দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মাহফিল অনুষ্ঠিত

ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় বড়হর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বড়হর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকবর আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান, সহ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার,সাবেক পৌর মেয়র, বেলাল হোসেন প্রমুখ।

দোয়া অনুষ্ঠিত

ম গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর প্রেস ক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিকদের স্মরণে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসন চত্বরে প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য ডাক্তার মাযহারুল আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিলস্নাহ, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা জামায়াত ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম প্রমুখ।

দোয়া ও ইফতার

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন বিএনপির ও সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার উপজেলার সোনাহাটা বাজার ঈদগাহ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নিমগাছী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজল-এ-খুদা তুহিনের সভাপতিত্বে ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলার বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভেটু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে