বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ

ইউনুছ আলী আনন্দ
  ৩০ মার্চ ২০২৪, ০০:০০
ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ
বীর মুক্তিযোদ্ধা শহীদ লুৎফর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এবং ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। কর্মসূচিতে ছিল সূর্যোদয়ের সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধায় ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী প্রথম শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, এরপর ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন।

মহান মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ লুৎফর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক মজিবর রহমান মজু। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস ফোরামের সদস্য নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস ফোরাম সদস্য এ এইচ এম এরশাদ প্রমুখ।

1

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ফুলবাড়ী, কুড়িগ্রাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে