বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

গুচ্ছের সকল ইউনিটের ফল প্রকাশ, থাকছে পুনঃনিরীক্ষার সুযোগ

মাভাবিপ্রবি প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৩:২৯
আপডেট  : ১৪ মে ২০২৫, ১৫:২৮
গুচ্ছের সকল ইউনিটের ফল প্রকাশ, থাকছে পুনঃনিরীক্ষার সুযোগ
ছবি: সংগৃহীত

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’—তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার ১৩ মে বিকেল ৩টা ৪০ মিনিটে ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশ উপলক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে গতকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

1

সভাশেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি ফলাফলসহ বিভিন্ন তথ্য জানান।

তিনি বলেন, ‘কোনো পরীক্ষার্থী যদি নিজের প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট হন, তবে নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।’

এ জন্য নির্ধারিত ফি দুই হাজার টাকা। নিরীক্ষার আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন করার জন্য শিক্ষার্থীদের দুইদিন সময় দেওয়া হবে।

এর আগে ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয় গত ২৮ এপ্রিল, ‘বি’ ইউনিটের ৫ মে এবং সর্বশেষ ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয় ১৩ মে। প্রতিটি ইউনিটের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট সকল ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে