বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরাম পরশুরামে সাড়ে ছয়শত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করে

সাখাওয়াত হোসেন ও আবু ইউসুফ মিন্টু
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরাম পরশুরামে সাড়ে ছয়শত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করে
শিক্ষা সামগ্রী বিতরণে বক্তব্য রাখছেন ফ্রেন্ডস ফোরামের বি. স জ্যোতিষ সমাদ্দার বাবু

১৭ নভেম্বর রোববার ঘড়ির কাঁটায় ভোর ৬টা। আমরা প্রাইভেট কারযোগে শিক্ষা উপকরণসহ ফেনীর পরশুরামের উদ্দেশে রওয়ানা হলাম। হেমন্তের সকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। গাড়ি ছুটে চলছে গন্তব্যের উদ্দেশে। সঙ্গে ছিলেন- যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু ও সদস্য বন্ধু সাজ্জাদ হোসেন। পথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল। কুমিলস্নার চান্দিনার কাছে বিরতি নিয়ে একটি গ্রামীণ পরিবেশের হোটেলে সকালের নাস্তা সেরে নিলাম। গাড়ি আবার ছুটে চলছে পরশুরামের উদ্দেশে। বেলা সাড়ে ১১টার সময় আমরা পরশুরাম উপজেলার মির্জানগর তৌহিদ একাডেমিতে পৌঁছলাম। সেখানে স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলীসহ অন্য শিক্ষকরা আমাদের স্বাগত জানালেন। স্কুলে পৌঁছার আগেই আমাদের সঙ্গী হলেন যায়যায়দিন পত্রিকার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ মির্জানগর তৌহিদ একাডেমির মিলনায়তন। বারান্দায়ও দাঁড়িয়ে ছিল অনেক শিক্ষার্থী। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন- স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী এবং সঞ্চালনায় ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি, যায়যায়দিনের প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরাম পরশুরামের উপদেষ্টা আবু ইউসুফ মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সাজ্জাদ হোসেন, পরশুরাম উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের লিটন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- মির্জানগর তৌহিদ একাডেমি সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির (বালক), আব্দুল গফুর (প্রভাতী শাখা), সিনিয়র শিক্ষক আব্দুল মোতালেব, আবুল খায়ের দাউদ, মোহাম্মদ আবু তাহের, আবদুলস্নাহ আল মামুন, সুবার বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন মিন্টুসহ স্থানীয় নেতারা।

বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, বন্ধুত্ব করি, দেশ গড়ি- এই স্স্নোগানে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ হয়ে দেশমাতৃকার জন্য কাজ করে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বড়দের সম্মান ও ছোটদের ভালোবাসা দিতে হবে, তবেই নিজে সম্মানিত হবে। ফ্রেন্ডস ফোরামের বি.স জ্যোতিষ সমাদ্দার বাবু শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশে বলেন, স্কুলের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে পরিবেশকে উন্নত করতে হবে। সুন্দর পরিবেশ সুস্থ জীবনের জন্য অপরিহার্য। অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক আইয়ুব আলী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণের জন্য যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। আলোচনা শেষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে সাড়ে ৬০০ শিক্ষার্থীদের হাতে হাতে খাতা ও পরিবেশবান্ধব কলম উপহার দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

আহ্বায়ক ও উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় ও পরশুরাম কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে