নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী রাজধলা বিল পাড়ের কদর দিন দিন বেড়েই চলছে। পূর্বধলাবাসী বিশাল এই বিলটিকে পর্যটনের আওতায় আনার দাবি করে আসছে অনেক আগে থেকেই। কিন্তু পর্যটনের আওতায় না আসলেও এর গুরুত্ব কমছে না। বর্তমানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিলপাড়ে একটি মিনি শিশুপার্ক নির্মাণ করায় প্রতিদিন দর্শক সমাগম বেড়েই চলছে। আর প্রতিদিন আগত দর্শনার্থীদের সুষ্ঠু-সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ ছাড়া সচেতনতার অভাবে উঠতি বয়সি ছেলেমেয়েরা যাতে বিলের পরিবেশ কলুষিত করতে না পারে, সে জন্য সবার মধ্যে প্রয়োজন সচেতনা। আর এই বিষয়গুলো গণমাধ্যমসহ, সবার মধ্যে তুলে ধরতে যায়যায়দিন পত্রিকার লেখক পাঠক শুভানুধ্যায়ী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। গত শনিবার ১৬ নভেম্বর রাজধলা বিলপাড়ে রাজধলা মূক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. খবিরুল আহসান। প্রধান আলোচক ছিলেন পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমুদ। এ ছাড়া গণমাধ্যম কর্মী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন।
গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হলো-
রাজধলা বিলপাড়ের পরিবেশ ও পার্ক উন্নয়নের কাজ চলমান থাকবে...ইউএনও খবিরুল আহসান
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, রাজধলা বিলপাড়ের পরিবেশ ও পার্ক উন্নয়নের কাজ একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন, 'পূর্বধলা উপজেলাকে আমার নিজ উপজেলা হিসেবে হৃদয়ে স্থান দিয়েছি। সেই ভালোবাসার নিদর্শন স্বরুপ 'আই লাভ পূর্বধলা' নামে একটি দৃষ্টি নন্দন নামফলক নির্মাণ করা হয়েছে। এই উপজেলার ঐতিহ্যবাহী রাজধলা বিলের পরিবেশ আরও সুন্দর করতে, শিশুপার্ক নির্মাণ, মুক্তমঞ্চ নির্মাণ, গাছের চারা রোপণসহ নানা উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেখানে শিশুদের জন্য বিভিন্ন রাইডসহ, কেন্টিন, ওয়াসবস্নক নির্মাণ করা হচ্ছে।' ভবিষ্যতে ইলেক্ট্রিক রাইড স্থাপন, স্বতন্ত্র রাস্তার ব্যবস্থাকরণসহ নানা উন্নয়নমুখী কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।
বিলপাড়ের পরিবেশ ও পার্কের উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে ... ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক
প্রধান আলোচকের বক্তব্যে রাজধলা বিলপাড়ে প্রতিষ্ঠিত পূর্বধলা সরকারি কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল হক বলেন, রাজধলা বিলের পরিবেশ সুন্দর করতে এবং রাখতে কলেজ কর্তৃপক্ষ বদ্ধপরিকর। কলেজের মাঝখান দিয়ে বিলপাড়ের দর্শনার্থীদের আনাগোনার বিষয়টি বিব্রতকর উলেস্নখ করে তিনি বলেন, খুব দ্রম্নতই সবাইকে নিয়ে আলোচনা করে দর্শনার্থীদের জন্য একটি স্বতন্ত্র রাস্তা নির্মাণের জায়গা দেওয়ার আশ্বাস দেন তিনি।
বিলপাড়কে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে থাকবে....ওসি মুহাম্মদ রিয়াদ মাহমুদ
বিশেষ অতিথির বক্তব্যে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন. বিলপাড়ে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। মাদক সেবন, ইভটিজিং ইত্যাদি করে দুষ্কৃতকারীরা যাতে বিলপাড়ের পরিবেশ নষ্ট করতে না পারে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। এ জন্য সার্বিক কাজে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পূর্বধলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য নূর উদ্দিন মন্ডল দুলাল। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন- যায়যায়দিন পূর্বধলা উপজেলা প্রতিনিধি, ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম। ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক জাকির আহমদ খান কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো. বদরুজ্জামান, প্রেস ক্লাবের সহ-সভাপতি নূর আহাম্মদ খান রতন, কোষাধ্যক্ষ দীপক রঞ্জন সরকার, প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক পারভীস আরা খান, রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলায়মান কবীর পাপ্প, রাজধলা শিশু ফোরামের সভাপতি মো. উজ্জ্বল মিয়া, পূর্বধলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এরিয়া জাহান প্রীতি, আরবান একাডেমির শিশু শিক্ষার্থী রোবাইয়া ইসলাম প্রমুখ। এ সময় ফ্রেন্ডস ফোরামের বন্ধুরাসহ পূর্বধলা প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাবের নেতারাসহ অন্যান্য সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম, পূর্বধলা, নেত্রকোনা।