টাঙ্গাইলের বন্ধুরা গত সপ্তাহে শহরের রেজিস্ট্রিপাড়া আইকন পস্নাস কোচিং সেন্টারের হলরুমে টাঙ্গাইল রক্তদানকারি সংগঠন 'টাঙ্গাইল রক্তযোদ্ধা ফাউন্ডেশন' (ঞজঋ)-এর সদস্যদের সঙ্গে প্রেন্ডস ফোরাম টাঙ্গাইলের বন্ধুদের সহিত এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। টাঙ্গাইলে যাতে কোনো লোক রক্তের অভাবে মৃতু্যমুখে পতিত না হয়, সেদিকে সবাই সচেষ্ট থাকবে। উত্তরবঙ্গে যাওয়া-আসার জন্য সিংহভাগ গাড়ি টাঙ্গাইল হয়ে যাতায়াত করে। এই অঞ্চলের বেশ কিছু জায়গা আছে দুর্ঘটনাপ্রবণ। তাই কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে নিকটস্থ হাসপাতালে যাতে রক্তদান করা যায়, সেজন্য সবাই সচেষ্ট থাকবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল রক্তযোদ্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সেলিম মিয়া, উপদেষ্টা মোহাম্মদ শহিদুর রহমান, নির্বাহী সদস্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা মো. সোহেল মাহমুদ, মেডিকেল টেকনোলজিস টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, সভাপতি মো. বকুল হোসেন, সহ-সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক মোহাম্মদ সিফাত, কোষাধ্যক্ষ মো. রাসেল মিয়া, সহ-কোষাধ্যক্ষ মোছা. আয়শা আক্তার, সহ-ধর্ম সম্পাদক মো. উবাইদুলস্নাহ, সদস্য শুভ সরকার সূর্য, মো. মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন- মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইল। আরও উপস্থিত ছিলেন- শাওন, সবুজ, জনি প্রমুখ। বক্তারা রক্তদানের উপকারিতা নিয়ে আলোচনা করেন। প্রয়োজনের সময় কেউ যেন রক্তের অভাবে না পরে, সে বিষয় খেয়াল রাখতে হবে।
সাধারণ সম্পাদক
ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইল।