সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে শপথবাক্য পাঠ করানো হয়। নভেম্বর মাসের শেষে উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের শিক্ষার্থীদের বাল্যবিয়ে প্রতিরোধে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের পরিচালক মো. শরীফ খন্দকার, বিশিষ্ট সমাজসেবক ও ভিলেজ ভিশনের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ বিএসসি, ফ্রেন্ডস ফোরামের সদস্য মো. শহিদুল ইসলাম রিপন, ইঞ্জিনিয়ার গোপাল মহন্ত, রিন্টু মাল, শ্যামল কর্মকার প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামাঞ্চলের অনেক পরিবার তাদের মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক সুস্থতার ওপর বাল্যবিয়ের দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে অবগত নয়। বাল্যবিয়ে বাংলাদেশের মেয়েদের এবং তাদের পরিবারের জীবনে বেশ কিছু নেতিবাচক প্রভাব ফেলে। অল্প বয়সে বিয়ে হওয়া মেয়েদের মৃতু্যঝুঁকি বেশি থাকে, সেই সঙ্গে গর্ভাবস্থা এবং প্রসবের সঙ্গে সম্পর্কিত জটিলতার ঝুঁকি থাকে। তারা তাদের স্বামীর কাছ থেকে শারীরিক ও যৌন সহিংসতারও শিকার হন। যেসব মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাদের প্রায় সবাইকেই স্কুল ছেড়ে দিতে বাধ্য করা হয়। এতে করে মেয়েরা উচ্চ শিক্ষা এবং ব্যক্তিগতভাবে সামাজিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। এ বিষয়টি দারিদ্র্য এবং বৈষম্যের চক্রকে স্থায়ী করতে অনেক বেশি সহায়তা করে। যেসব মেয়ের অল্প বয়সে বিয়ে হয়, তাদের প্রায়ই সীমিত সামাজিক সমর্থন থাকে এবং তারা তাদের পরিবার এবং সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হতে পারে। কাজেই বাল্যবিয়ে যাতে না হয়, সে ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে। ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা আরও বেশি বেশি সচেতনতা বৃদ্ধি করতে কাজ করবে বলে আলোচনা সভা মুলতবি করা হয়।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম তাড়াশ, সিরাজগঞ্জ।