সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৩০ জানুয়ারি থেকে ৮ ফ্রেব্রম্নয়ারি পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ জাতীয় পিঠা উৎসবের আয়োজন করে। দশদিনব্যাপী এ উৎসবে শতাধিক স্টলে প্রায় ২০০ ধরনের পিঠা নিয়ে উদ্যোক্তারা অংশ নিয়েছিলেন। পিঠা উৎসব একসময় গ্রামীণ উৎসব ছিল। বর্তমানে শহুরে উৎসবে পরিণত হয়েছে। এভাবেই নতুন ঐতিহ্যের সৃষ্টি হয়। এ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের অর্থ সম্পাদক আরফিনা আক্তার। তিনি এ মেলায় নারায়ণগঞ্জ পিঠাঘরের স্বত্তাধিকারী হিসাবে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেন। কর্তৃপক্ষ তার হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন। পিঠা উৎসবে পুরস্কার হওয়ার জন্য কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে ও বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু তাকে অভিনন্দন জানান।
সাধারণ সম্পাদক
ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি