শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

যাযাদি ডেস্ক
  ০৫ জুলাই ২০২৫, ০৫:৪৭
৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সংগৃহীত

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায়।

এর আগে, শুক্রবার বিকাল পৌনে ৬টায় উথলী স্টেশনে লাইনচ্যুত হয় খুলনা থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেন।

জানা যায়, বিকালে মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী চিটাগুড়বাহী ট্রেনটি উথলী রেলস্টেশনে প্রবেশ করে। পরে ক্রসিং শেষে ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। তাতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ থেমে যায়। ভোগান্তিতে পরে হাজারো যাত্রী। অবশেষে সেই অচলাবস্থা কেটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে