দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে যুক্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশা ও জাহাঙ্গীর মোস্তাজির চপলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার রাতে (৪ জুলাই) জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।
অপরদিকে একই অভিযোগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাটগ্রাম পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না।
সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীরা তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখবেন না।‘ একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান চিঠিতে।
ওই ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় পুলিশ বাদি হয়ে দায়ের পৃথক দুই মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করে ‘অগণিত অজ্ঞাতনামাদের’ আসামি করা হয়েছে।
এসব আসামির অনেকেই বিএনপি ও দলটির সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।