ভারতীয় হাইকমিশনার তাহিরপুরে বর্ডার হাট পরির্শন করেছেন। মঙ্গলবার বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মেঘালয় সীমান্তসংলগ্ন সাইদাবাদ বর্ডার হাট পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জসোহাল।
তার সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনার দ্বিতীয় সচিব টি জি রমেশ, তাহির উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন, অফিসার ইনচার্জ তদন্ত শফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ দে, তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহসসভাপতি বাবরুল হাসান, সাধারণ সম্পাদক আলম সাব্বির, বাদাঘাট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিজিবি লাউড়েরগড় ক্যাম্প কমান্ডার আব্দুল রাজ্জাক প্রমুখ।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd