বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

মিরপুর রূপনগরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২

যাযাদি ডেস্ক
  ০২ মার্চ ২০২১, ০০:০০
মিরপুর রূপনগরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রাজধানীর মিরপুর রূপনগর বেড়িবাঁধে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার সংঘর্ষে রিন্তা (১২) নামে এক শিশু ও তার নানি সালমা বেগম নিহত হয়েছেন। আহত হয়েছে একই পরিবারের দুইজন। সোমবার ভোর ৬টার দিকে রূপনগর বেড়িবাঁধ পাম্প হাউজ সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত রিন্তার খালা শিউলি আক্তার জানান, 'তাদের বাড়ি রংপুর কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামে। তিনি থাকেন আশুলিয়ায়। তার মা সালমা ও রিন্তারা দুই বোন গ্রামে থাকে। তিন দিন আগেই নানির সঙ্গে দুই বোন আদাবর ১০ নম্বর বালুর মাঠে নানার বাসায় বেড়াতে আসে। সোমবার ভোরে মামা সোহেল রানা (২৪) সিএনজি অটোরিকশায় করে আশুলিয়ায় আমার বাসায় আসছিল। পথে এই দুর্ঘটনা ঘটে।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লোকমান হোসেন জানান, 'ভোরে একটি সিএনজি অটোরিকশায় করে আশুলিয়া যাচ্ছিল তারা। পরে বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা রিন্তা নিহত হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার নানি সালমার মৃতু্য হয়। এ সময় আহত হন তার বোন রিতা ও অটোরিকশার চালক খালেক। তারা চারজনই একই পরিবারের।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে