রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

৮ জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ

যাযাদি ডেস্ক
  ০১ এপ্রিল ২০২৩, ০০:০০
৮ জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ
৮ জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ

দেশের ৮ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নীলফামারী সদর, চাঁদপুরের মতলব উত্তর, দিনাজপুরের ঘোড়াঘাট, বাগেরহাটের ফকিরহাট, বগুড়ার দুপচাঁচিয়া, পটুয়াখালীর দুমকি, দিনাজপুরের বীরগঞ্জে ১ জন করে এবং একই জেলার চিরিরবন্দর উপজেলায় ২ জন নিহত হন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

আমাদের স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের বাবুরবাজারে শুক্রবার দুপুর ১২টায় পানির ট্যাংক বোঝাই ট্রাক্টর উল্টে আল আমিন (৪) নামে এক শিশু নিহত এবং মমিন (৬) নামে অপর এক শিশু আহত হয়েছে। তাদের বাড়ি বাবুরবাজার ডাঙ্গাপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, মোকাদ্দেসুর রহমানের ছেলে আল আমিন ও মুকুলের ছেলে মমিনসহ আরও কয়েকজন রাস্তার পাশে জমিতে খেলা করছে। পঞ্চপুকুর থেকে ঘাটের পাড় পর্যন্ত রাস্তার কাজ চলছে। রাস্তায় ট্রাক্টরে পানির ট্যাংক বসিয়ে পানি সরবরাহ করা হয়। দুপুরে পানি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চাকা দেবে যায় এবং ট্রাক্টরটি উল্টে গিয়ে পানির ট্যাংক পড়ে যায় শিশুদের ওপর। এতে ঘটনাস্থলেই আল অমিন নিহত ও মমিন আহত হয়।

মতলব (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ দশানী বেরিবাঁধ সড়কে প্রাইভেট কারের চাপায় ১১ বছরের এক শিশুর মৃতু্য হয়েছে। শিশুটির নাম বিজয় দাস। শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে। বিজয় দাস কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ দশানী গ্রামের গ্রাম পুলিশ মরন দাসের ছেলে। সে উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে পাথর বোঝাই ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পিকআপে থাকা হেলপার ও গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। নিহত জসিম উদ্দিন (৪৫) নরসিংদী শিবপুর উপজেলার ইটাখোলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৬ দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরাহীপুর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জগামী

একটি পাথর বোঝাই ট্রাকের চাকা পাংচার হয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা চালক জসিম উদ্দিন (৪৫), হেলপার আইয়ুব (২৫) ও গরু ব্যবসায়ী আব্দুলস্নাহ (১৮) গুরুতর আহত হন। নিহত ও আহতরা সবাই নরসিংদী নিবাসী ও গরু ব্যবসায়ী। তারা সবাই গরু কেনার উদ্দেশে দিনাজপুরের আমবাড়ি হাটে যাচ্ছিলেন।

খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপেস্নক্সে ভর্তি করালে কর্তব্যরত ডা. আহসান হাবিব পিকআপ ভ্যানচালককে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই একটি ট্রাক পাথর বোঝাই অপর একটি চলন্ত ট্রাকে ধাক্কা দিলে শেখ কালু মিয়া (৩৫) নামে একজন ট্রাক হেলপার নিহত হয়েছেন। নিহত কালু শেখ সাতক্ষীরা জেলা সদরের কামালনগর গ্রামের মৃত খোকন গাজীর ছেলে। শুক্রবার ভোররাতে ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, ট্রাক দুটি মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়েছে।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার তিষীগাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। লাশটি বর্তমানে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে রয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় পলিট্যাকনিক্যাল কলেজ শিক্ষার্থী শাওন তালুকদার (২৩) নিহত এবং অন্তত পাঁচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পায়রা সেতুর টোল পস্নাজার ঢাকা-পটুয়াখালী মহাসড়কের দি বিরতি রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাওন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশের স্টানো টাইপিস্ট মো. আ. রব তালুকদারের ছেলে। গুরুতর আহত ইজিবাইক চালক আল আমিনের (২৫) বাড়ি উপজেলার কার্তিকপাশা গ্রামে।

দুমকি থানার ওসি বলেন, আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছেন।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় তনু দেবনাথ (৫) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। তনু উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী তাতীপাড়া গ্রামের চন্দন দেবনাথের মেয়ে। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার বীরগঞ্জ-গড়েয়া সড়কের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ সিদ্দিকী মানিক জানান, দুপুরে বাড়ির কাছে বোর্ড অফিস বাজারে খাবার কিনতে যায় চন্দন দেবনাথের মেয়ে তনু দেবনাথ। খাবার কিনে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তনু দেবনাথ মারা যায়।

বীরগঞ্জ থানার এসআই মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দশমাইল-সৈয়দপুর মহাসড়কে মোটর সাইকেল ও মাইক্রো বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুল বাজারের সন্নিকটে গ্রিনল্যান্ড বস্নক অ্যান্ড টাইল ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটর সাইকেল চালক খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের চড়কডাঙ্গার মৃত এছারউদ্দিনের ছেলে ফজলে রাব্বী ওরফে দুলাল (৪৫) ও মোটর সাইকেল আরোহী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের কিসমত ফতেজংপুর গ্রামের ঠাকুরেরহাটের মৃত গোমুলস্নাহ শাহর ছেলে গোলজার হোসেন (৪৮)।

দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ সাব-ইন্সপেক্টর ননী গোপাল রায় জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে