বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) মিডিয়া প্রতিনিধিদল বুধবার ঢাকা সেনানিবাসের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেন। চার সদস্যবিশিষ্ট মিডিয়া টিমের নেতৃত্ব দেন খঊটঞ এবড়ভভৎবু খড়হম। পরিদর্শনকালে প্রতিনিধিদল আইএসপিআরের কর্মকর্তা এবং ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডিজ্যাব) প্রতিনিধিদের সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিফেন্স মিডিয়া সংক্রান্ত অন্য বিষয়ে মতবিনিময় করেন। এ সময় পরিচালক আইএসপিআর লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান আইএসপিআরের কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সঙ্গে মিডিয়া সমন্বয় এবং অন্য বিষয়ে বাস্তবতার নিরিখে তার বক্তব্য তুলে ধরেন। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া থেকে আসা ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ডিজ্যাব) সদস্যরা আইএসপিআরের সঙ্গে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় উপস্থিত মিডিয়া প্রতিনিধিরা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ডিফেন্স টিমের সঙ্গে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞতা শেয়ারিংসহ মিডিয়া সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। উলেস্নখ্য, এডিএফ প্রতিনিধিদল গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছেন। প্রতিনিধিদলটি ১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। আইএসপিআর