সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

ভোটের মাঠে থাকবেন

আইনশৃঙ্খলা বাহিনীর

সাড়ে ৭ লাখ সদস্য

ম যাযাদি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে সম্ভাব্য বাজেট নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে ইসির বৈঠক হয়।

অশোক কুমার দেবনাথ বলেন, ভোটের মাঠে আনসার ৫ লাখ ১৬ হাজার, পুলিশ ওর্ যাব এক লাখ ৮২ হাজার ৯১, কোস্টগার্ড দুই হাজার ৩৫৫, বিজিবি ৪৬ হাজার ৮৭৬ জন থাকবেন।

র্

যাংক অনুযায়ী একজন পুলিশের সর্বনিম্ন ভাতা ৫৩৬ টাকা, সর্বোচ্চ ১২০০ টাকা।র্ যাবও একই পরিমাণ পাবে। বিজিবি সর্বনিম্ন ৪০০ টাকা, সর্বোচ্চ ১২২৫ টাকা ভাতা পাবে। কোস্টগার্ড সর্বনিম্ন ৬৩৭ টাকা, সর্বোচ্চ ১৮০০ টাকা, আনসার সর্বনিম্ন এক হাজার, সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা ভাতা পাবে।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় সৈয়দ আমিন (২৮) নামে একজন নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি বস্নকে এ ঘটনাটি সংঘটিত হয়েছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, নিহত যুবক সৈয়দ আমিন কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি বস্নকের বাসিন্দা। তিনি আরও জানান রোববার রাতে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি বস্নকে আরসা ও আরএসও'র সন্ত্রাসী গ্রম্নপ অবস্থান নেয়। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে সৈয়দ আমিন নামে ওই রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময় সংঘটিত হয়েছে।

বঙ্গবাজারে আগুন

পুলিশের ওপর হামলা

মামলার প্রতিবেদন

২১ ডিসেম্বর

ম যাযাদি ডেস্ক

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার দিন ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুল হাসান প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

গত ৬ এপ্রিল বংশাল থানার উপ-পরিদর্শক ইস্রাফিল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ এপ্রিল অজ্ঞাত পরিচয় ২৫০-৩০০ জন দুষ্কৃতকারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতিসহ ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে সরকারি দায়িত্ব পালনে বাধা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে