শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকারি গাড়ি দুমড়ে-মুচড়ে ফেললেন এডিসির ছেলে

পটুয়াখালী প্রতিনিধি
  ১৯ জুলাই ২০১৮, ০০:০০
সরকারি গাড়ি দুমড়ে-মুচড়ে ফেললেন এডিসির ছেলে

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের (সাবির্ক) ছেলে তার বন্ধুদের নিয়ে ডিসি পুলের সরকারি জিপ দুমড়ে-মুচড়ে ফেলেছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের নিয়ে কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে গাড়ির চালককে পাশে বসিয়ে নিজে গাড়ি চালানো শিখতে গেলে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় এ দুঘর্টনা ঘটে।

এতে এডিসির ছেলে সায়েম (২২), চালক আমিনুল (৪৫) ও সায়েমের এক বন্ধু আহত হন। দুঘর্টনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করেন স্থানীয়রা।

প্রত্যক্ষদশীর্ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডিসি পুলের সরকারি জিপ (পটুয়াখালী-ঘ-১১-০০২৫) নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. হেমায়েত উদ্দীনের ছেলে সায়েম কুয়াকাটা ভ্রমণে যান। ভ্রমণ শেষে চালককে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালানো শিখছিলেন।

এ সময় গাড়ির পেছনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। দুঘর্টনার পর উল্টে থাকা গাড়ির ভেতর থেকে আহতদের টেনে বের করেন স্থানীয়রা।

দুঘর্টনার পরপরই থানা পুলিশ, উপজেলা প্রশাসনসহ এডিসি মো. হেমায়েত উদ্দীন (সাবির্ক) ঘটনাস্থল পরিদশর্ন করেন। সেই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

তবে যে যার মতো ঘটনাস্থল পরিদশর্ন করলেও সরকারি গাড়িটি উদ্ধারের বিষয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। উল্টো বিষয়টি যাতে গণমাধ্যমে প্রকাশ না হয় তার জন্য তদবির শুরু করে উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে