বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনি নারীদের জন্য বৃত্তি ঘোষণা করলেন এনএসইউ'র উপাচার্য

  ২২ মে ২০২৪, ০০:০০
ফিলিস্তিনি নারীদের জন্য বৃত্তি ঘোষণা করলেন এনএসইউ'র উপাচার্য
ফিলিস্তিনি নারীদের জন্য বৃত্তি ঘোষণা করলেন এনএসইউ'র উপাচার্য

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) 'আন্তর্জাতিক আইনে প্যালেস্টাইনের স্বীকৃতি এবং রাষ্ট্রদূত হিসেবে আমার জীবন' শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এনএসইউ মুট কোর্ট রুমে এনএসইউ আইন বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে। ফিলিস্তিনের জন্য এক মিনিট নীরবতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। রাষ্ট্রদূত তার বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে প্যালেস্টাইনের স্বীকৃতির পিছনে আন্তর্জাতিক আইনি জটিল দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি শ্রোতাদের সঙ্গে রাষ্ট্রদূত হিসেবে তার অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত কিছু ঘটনাও তুলে ধরেন।

1

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক আইনের একাডেমিক ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর জন্য এ ধরনের আলোচনার গুরুত্বের ওপর জোর দেন। এছাড়াও উপাচার্য রাষ্ট্রদূতের কাছে ১৬ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে ফুল স্কলারশিপ দেওয়ার অঙ্গীকার করেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক এসকে তৌফিক এম হক। অধ্যাপক তৌফিক এম হক রাষ্ট্রীয় স্বীকৃতি সংক্রান্ত আন্তর্জাতিক আইনি কাঠামো বোঝার তাৎপর্য এবং বৈশ্বিক কূটনীতি ও শান্তির জন্য এর প্রভাব নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সেশনটি সঞ্চালনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার সাকিব রহমান।

সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার আরাফাত হোসেন খান। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে