ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাস ব্যাপী সাঁতার,ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ মে) বিকালে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে মাস ব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্লাবের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন শেষে বুধবার বিকালে অ্যাথলেটিক্স প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি,সনদ বিতরণ ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ সোহেল আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) লিংকন বিশ্বাস বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আল আমিন, নড়াইল জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, ক্রীড়া সংস্থার সদস্য মোতাসিম বিল্লাহ, নুরানী স্পোর্টিং ক্লাবের সম্পাদক সৈনিক কাইজার ত্রিমহনী বিদ্যালয়ের প্রতিনিধি লিপি বিশ্বাস সহ প্রমুখ।
উল্লেখ্য, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান জানান, মাস ব্যাপী এ কার্যক্রমে উন্নতম প্রশিক্ষকদের মাধ্যমে জেলার ৩ টি উপজেলা থেকে ফুটবলে ৪০ জন সাঁতারে ৩০ জন ও অ্যাথলেটিক্স এ ৩০জন কে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমনা আশা করি সকলের সহযোগীতা থাকলে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণকরে আগামীদিনের তারকা খেলোয়াড় তৈরী হবে।
তিনি সকল প্রমিক্ষণার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলার মাঠে ফিরে এসে এ জাতীয় প্রশিক্ষণে অংশ গ্রহণ করার আহ্বান জানান। তিনি আরও বলেন সাঁতার শেখা প্রতিটি মানুষের উচিৎ বাচ্চাদের সাঁতার শেখানোর ব্যপারে অভিবাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।