বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদের দিন ৫টার মধ্যে পুরো নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চসিক

  ২৩ জুন ২০২৪, ০০:০০
ঈদের দিন ৫টার মধ্যে পুরো নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চসিক
ঈদের দিন ৫টার মধ্যে পুরো নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চসিক

পরিকল্পপিতভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ এবং সঠিক তদারকির মাধ্যমে এবারও কোরবানির জবাইকৃত পশুর বর্জ্য ঈদুল আজহার দিন বিকাল ৫টার মধ্যে পুরো নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার দুপুরে চসিকের নগর ভবনের কনফারেন্স রুমে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীর পরিচালনায় কোরবানির বর্জ্য অপসারণ কাজে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী একথা বলেন।

1

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ওয়ার্ড ওয়ারী আবর্জনা পরিবহণের গাড়ি বণ্টন, সেবকদের উপস্থিতিসহ সার্বিক কার্যক্রম মনিটর করেন এবং দুপুরে নগরীর বিভিন্ন এলাকার কোরবানির পশুর বর্জ্য ও ময়লা আবর্জনা অপসারণের কাজ পরিদর্শন করেন। এছাড়া আরেফীননগর ও হালিশহর আবর্জনাগারে পশুর বর্জ্য ডাম্পিং কার্যক্রমও সরেজমিনে প্রত্যক্ষ করেন।

এ সময় মেয়র বলেন, ঈদের দিন সকাল ১০টা থেকে একটানা বর্জ্য অপসারণ করে সেবকরা চট্টগ্রাম মহানগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলেন। ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে ছয়টি টিম বর্জ্য অপসারণ সংক্রান্ত এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন। কোথাও বর্জ্য পেলেই তারা তা তাৎক্ষণিক অপসারণ করে এবং বর্জ্য অপসারণের পর প্রতিটি ডাস্টবিন ও বর্জ্য রাখার স্থানে বিলিচং পাউডার ছিটিয়ে জবাইকৃত পশুর রক্ত ধুয়ে ফেলে। ফলে পুরো শহরের পরিবেশ পরিচ্ছন্ন রয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলররা বর্জ্য অপসারণ কাজ তদারকি করেন।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে সিটি করপোরেশনের দামপাড়া অফিসে একটি সার্বক্ষণিক কন্ট্রোলরুম খোলা হয়। সেখানে যে কোনো অভিযোগ পাওয়ামাত্র তা দ্রম্নত ওয়াকিটকি বা মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট কাউন্সিলর বা সুপারভাইজারকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। কোরবানি পশুর বর্জ্য ও নাড়িভুঁড়ি দ্রম্নত অপসারণ করে নগরীর পরিবেশ সুস্থ ও সুন্দর রাখায় বিভিন্ন সামাজিক সংগঠক ও ব্যক্তিমহল সিটি করপোরেশনকে অভিনন্দন জানায়।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী কোরবানি পশুর বর্জ্য অপসারণ কাজে সিটি করপোরেশনকে সহযোগিতা করায় নগরবাসী, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এবং পরিচ্ছন্ন-প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে