বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
রাসেলস ভাইপার

পুরস্কারের ঘোষণা থেকে সরলেন আ'লীগ নেতা

যাযাদি ডেস্ক
  ২৪ জুন ২০২৪, ০০:০০
পুরস্কারের ঘোষণা থেকে সরলেন আ'লীগ নেতা

রাসেলস ভাইপার সাপ জীবিত ধরতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা থেকে সরে দাঁড়িয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। তিনি বলেছেন, 'জীবিত হোক বা মৃত, কোনো প্রকার রাসেলস ভাইপারের জন্য কোনো পুরস্কার নেই।'

\হরোববার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট করেন শামীম হক।

1

তিনি তার পোস্টে বলেন, 'জীবিত বা মৃত কোনো প্রকার রাসেলস ভাইপারের জন্য কোনো পুরস্কার নেই। বর্তমানে রাসেলস ভাইপার একটি আলোচিত বিষয়, পাশাপাশি জনগণের জন্য হুমকি স্বরূপ। এটি অত্যন্ত বিপজ্জনক বিধায় যে কোনো পুরস্কার বা কৌতূহলবশত এ সাপ নিয়ে অতি উৎসাহী হবেন না। জীবিত বা মৃত কোনো প্রকার রাসেলস ভাইপারের জন্য কোনো পুরস্কার নেই।'

সাপ দেখলে হেল্পলাইনে ফোন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা আরও লিখেছেন, 'সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করুন অথবা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করুন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার।

এ বিষয়ে ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুইয়া বলেন, জেলা আওয়ামী লীগ পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করে ভালো সিদ্ধান্ত নিয়েছে। কেননা জীবিত বা মৃত যাই হোক বন্যপ্রাণী এভাবে ধরার নিয়ম নেই। এছাড়া রাসেলস ভাইপার সাপ খুব বিষাক্ত প্রাণী তাই এটা ধরা বা মারা উভয়ই বিপজ্জনক।

এর আগে ২০ জুন বিকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভার আলোচনায় শামীম হক ফরিদপুরে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন।

এরপরই প্রথমে রাসেলস ভাইপার মারতে পারলে এবং পরে জীবিত ধরতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণার পর বিষয়টি নিয়ে হুলস্থূল কান্ড বেধে যায়। পুরস্কার পেতে বিভিন্ন জায়গায় সাপ মারার উৎসাহ ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ নেতার ঘোষিত পুরস্কারের আশায় শনিবার জীবিত একটি রাসেলস ভাইপার ধরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে নিয়ে যান কৃষক রেজাউল খান (৩২)। তবে বন বিভাগের প্রাপ্তি স্বীকারপত্র না থাকায় জেলা আওয়ামী লীগ তাকে পুরস্কারের টাকা দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে