বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মৌসুমি ফল উৎসব

  ২৯ জুন ২০২৪, ০০:০০
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মৌসুমি ফল উৎসব
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মৌসুমি ফল উৎসব

বাংলাদেশ ফুল, ফসল আর ফলের দেশ। গ্রীষ্ম মৌসুমে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, আনারস লটকন প্রভৃতি নানা মৌসুমি ফলের ঘ্রাণে মৌ মৌ করে বাংলার আকাশ-বাতাস। প্রকৃতির এই অপার দানকে সবাই মিলে উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এই ফল উৎসবের উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ট্রেজারার এ এইচ এম ফারুক।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার, স্কুল অব বিজনেস অনুষদের ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

1

উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লটকন, আনারস, কলা, পেয়ারাসহ প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল এবং প্রায় ২ হাজার ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মুখর ছিল ক্যাম্পাস।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে এ বছর দ্বিতীয় বারের মতো আয়োজিত মৌসুমি ফল উৎসবের প্রশংসা করে আগত অতিথিরা ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে