কুমিল্লার বরুড়ায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকাল ১১টায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে গভর্নিংবডির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন কল্লোল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি উম্মে মুসলিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি মোঃ আবদুস সামাদ, চিতড্ডা আবদুল মমিন চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী সেলিম, সমাজ সেবক মোঃ আবদুল হক।
এসময় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, সরকার শিউলি আক্তার, সহকারী প্রধান শিক্ষক মোঃ ফোরকান হোসেন মজুমদার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বক্তব্য রাখেন এলামনাই এসোসিয়েশনের সদস্য ডাঃ মোঃ মোশারফ হোসেন, মোঃ ইউসুফ আলী, গভর্নিং বডির সাবেক সদস্য মোঃ ইদ্রিস মিয়া, মোঃ শাহজালাল।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আবুল বাশার, মোঃ শাহজালাল, মোঃ আবদুস সালাম, বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, স্বপন মজুমদার, জহিরুল ইসলাম চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহনা ভৌমিক, মোঃ রাকিব হোসেন, এসময় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সম্মাননা স্মারক এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পাশাপাশি মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ ও মোবাইল ডিভাইস থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্ত শিক্ষকরা হলেন সহকারী শিক্ষক আব্দুর রহমান, আব্দুল হক, মো: রফিকুল ইসলাম, স্বপন কুমার মজুমদার, মোঃ জহিরুল ইসলাম চৌধুরী। অবসরপ্রাপ্ত কর্মচারীরা হলেন মো: ফজলুল হক, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল মোতালেব, মোঃ আব্দুল মতিন মোঃ সহিদ উল্লাহ।