নরসিংদীর বেলাবোতে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রক্লপ ২য় পেইজ এর আওতায় অবহিত করণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১মে) দুপুরে উপজেলা সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল করিম এর সভাপতিত্বে, সেমিনারে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুর রহমান তাপস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমানের সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নঈম জাহাঙ্গীর,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট অলিউর রহমান কায়সার, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, বেলাবো প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন নীলু সাধারন সম্পাদক আমিুনুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, প্রান্তিক পেশাজীবিরা উপস্থিত ছিলেন,সেমিনারে আলেচনা সভায় অতিথিরা বলেন প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে গড়ে তুলা হবে।