বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
কোটা আন্দোলন

সহিংসতায় বেরোবির ক্ষতি ৩ কোটির বেশি

বেরোবি প্রতিনিধি
  ৩০ জুলাই ২০২৪, ০০:০০
সহিংসতায় বেরোবির ক্ষতি ৩ কোটির বেশি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ভাঙচুর ও অগ্নিসংযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৩ কোটি ১৯ লাখ টাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি জানিয়েছেন বেরোবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিসপ্রধান মোহাম্মদ আলী।

তিনি জানান, সহিংসতায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও ভিসি বাসভবন ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ৩ গাড়ি ও ৬টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

1

গত ১৬ জুলাই বেরোবির কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে