বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউনিকো হাসপাতালে বিশ্ব পারিবারিক ডাক্তার দিবস উদযাপিত

যাযাদি ডেস্ক
  ২২ মে ২০২৫, ১৮:১৭
ইউনিকো হাসপাতালে বিশ্ব পারিবারিক ডাক্তার দিবস উদযাপিত
ছবি : যায়যায়দিন

ইউনিকো হাসপাতাল গত ১৭-১৯ মে পর্যন্ত তিন দিনব্যাপী বাংলাদেশ ফ্যামিলি মেডিসিন সোসাইটির সহযোগিতায় বিশ্ব পারিবারিক ডাক্তার দিবস ২০২৫ সফলভাবে উদযাপন করেছে। প্রতিবছর বিশ্ব পারিবারিক ডাক্তার দিবস ১৯ মে উদযাপিত হয়। এবছরের প্রতিপাদ্য "পরিবর্তনশীল বিশ্বে মানসিক সক্ষমতা গড়ে তোলা" বিষয়কে সামনে রেখে বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচির মাধ্যমে পারিবারিক চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয় এই আয়োজনে।

উদ্বোধনী দিনে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে সুপরিচিত বক্তারা পারিবারিক চিকিৎসার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন, যেমন, মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং দীর্ঘস্থায়ী রোগের যত্ন।

1

সেমিনার শেষে অংশগ্রহণকারীরা ইউনিকো হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। বিশেষায়িত স্বাস্থ্যসেবা পরিষেবায় পারিবারিক চিকিৎসা ধারনাকে একীভূত করে, ইউনিকো হাসপাতাল সকল বয়সের ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য সাশ্রয়ী, সমন্বিত এবং ব্যক্তিকেন্দ্রিক যত্ন নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। এই বিভাগটি গ্লোবাল বেস্ট প্রাকটিসের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে স্বাস্থ্যসেবা প্রদানে ইউনিকো হাসপাতালের নেতৃত্বকে শক্তিশালী করে যাচ্ছে।

দ্বিতীয় দিনে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম এর আওতায় হেলথ ক্যাম্প করা হয় যেখানে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সবার জন্যে বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। দিবস উদযাপনের শেষ দিনে মানসিক স্বাস্থ্য সচেতনতাকে গুরুত্ব দিয়ে একটি সচেতনতামূলক পদযাত্রা এবং ইউনিকো সকল স্টাফদের জন্য একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা ছিল।

ইউনিকো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েন বলেন, "এই উদযাপন বাংলাদেশে পারিবারিক চিকিৎসার অগ্রগতির প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আমাদের নতুন বিভাগ ফ্যামিলি মেডিসিন বিভাগ শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের চাহিদা পূরণ করে প্রতিরোধমূলক ও ধারাবাহিক যত্নের দৃষ্টান্তমূলক পরিবর্তনের (প্যারাডাইম শিফট) প্রতিনিধিত্ব করে।"

তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রায় এক হাজার স্বাস্থ্যসেবা কর্মকর্তা- কর্মচারী এবং স্থানীয় কমিউনিটির সদস্য সদস্যাগন অংশগ্রহণ করেন। ইউনিকো হাসপাতাল এই সাফল্যকে দেশব্যাপী মৌলিক স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিকে শক্তিশালী করার জন্য নিয়মিত কর্মসূচির মাধ্যমে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে