শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

লাউঞ্জ ও বিসিএস 'মেরিন ক্যাডার' চান বিএমএস সদস্যরা

বিজ্ঞপ্তি
  ২০ অক্টোবর ২০২৪, ০০:০০
লাউঞ্জ ও বিসিএস 'মেরিন ক্যাডার' চান বিএমএস সদস্যরা
লাউঞ্জ ও বিসিএস 'মেরিন ক্যাডার' চান বিএমএস সদস্যরা

এয়ারপোর্টে মেরিনার্স লাউঞ্জ চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ মেরিনার্স সোসাইটির (বিএমএস) সদস্যরা। শুক্রবার রাজধানীর বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক মত বিনিময় সভায় তারা এ দাবি জানান।

সভায় বক্তারা বলেন, মেরিনারগণ এককভাবে সর্বোচ্চ রেমিট্যান্স আয় করেন এবং বিশ্বের প্রতিটি দেশে অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকেন। প্রতি বছর প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স নিয়ে আসেন বাংলাদেশি মেরিনারগণ। তাই বহির্বিশ্বে আমাদের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দেশে অবস্থানকারী আমাদের নাবিকদের সাইন অন/অফ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এয়ারপোর্টে মেরিনার্স লাউঞ্জ চালুর দাবি জানাচ্ছি।

বক্তারা বলেন, বাংলাদেশে শিপিং সেক্টরের মতো এত বড় একটি খাত দক্ষ জনবল তৈরি করতে পারলেও তা ব্যবহারের সুযোগ খুবই সীমিত। পিএসসির খুব কম সংখ্যক আসনে নিয়োগ পায় মেরিনারগণ। তাই বিসিএসে মেরিন ক্যাডার নিয়োগের দাবি জানান সদস্যবৃন্দ। এছাড়াও মেরিনারদের বিভিন্ন সমসাময়িক সমস্যার কথাও সদস্যরা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রইচ উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার এমএ রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মেরিনার্স সোসাইটির উপদেষ্টা জিলস্নুর রহমান ভুইয়া, নৌপরিবহণ অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত নৌ-পরিবহণ অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ আরিফুল ইসলাম ও ক্যাপ্টেন একেএম শফিকুলস্নাহ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যানিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনসহ অন্যরা।

বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন আজীবন সদস্য আসিফ ইবনে হারুন, মঞ্জুর কুশল ও মুনতাসির মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান শেষে সভাপতি ইঞ্জিনিয়ার এমএ রশিদ উপস্থিত সদস্যদের নিয়ে বাংলাদেশ মেরিনার্স সোসাইটির নির্মাণাধীন বিএমএস টাওয়ার পরিদর্শন করেন এবং খুব দ্রম্নত নিজস্ব ভবনে অফিস কার্যালয় স্থানান্তরসহ মেরিনারদের বিভিন্ন সুযোগ-সুবিধা সংবলিত একটি আধুনিক মেরিনার্স ক্লাব চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে