মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১
যৌথবাহিনীর অভিযান

উত্তরার শীর্ষ সন্ত্রাসী 'ঠোঁটকাটা আলতাফ' গ্রেপ্তার

বিমানবন্দর-দক্ষিণখান প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
উত্তরার শীর্ষ সন্ত্রাসী 'ঠোঁটকাটা আলতাফ' গ্রেপ্তার

উত্তরার শীর্ষ সন্ত্রাসী 'ঠোঁটকাটা আলতাফ' ও তার ১৩ সহযোগী যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত উত্তরা-৮ নম্বর সেক্টরে টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আলতাফ উত্তরা-পূর্ব থানা শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন।

যৌথবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা-৮ নম্বরের 'বাইদা' বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আলতাফকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, বস্তির প্রতিটি ঘরে ব্যাপক তলস্নাশি চালিয়ে তার ১৩ সহযোগীকে আটক করা হয়। সিও ৫ এডি রেজিমেন্ট আর্টিলারি লে. কর্নেল মাহবুবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

আটক ১৩ জন হলেন- মো. সোহাগ, মো. শামীম, মো. নবী, সুলতান, সোহেল, মো. আশিক, সুমন ইসলাম, শাহীন, শরিফুল, সাগর, মোছা. ময়না বেগম, সেলিনা ও মোছা. রহিমা।

যৌথবাহিনী জানিয়েছে, ঠোঁটকাটা আলতাফের নেতৃত্বে এই গ্রম্নপটির বিরুদ্ধে সরকার পতনের পর, উত্তরা-পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে। আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে