বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নিষেধাজ্ঞার কবলে সোনু নিগম

বিনোদন ডেস্ক
  ০৮ মে ২০২৫, ১৪:৫৩
নিষেধাজ্ঞার কবলে সোনু নিগম
সোনু নিগম

এক কনসার্টে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগম।

সেই মন্তব্যের জেরে নিজের দেশেই নিষেধাজ্ঞার কবলে পড়তে হলো তাকে। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গায়ককে নিষিদ্ধ করেছে কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স। শুধু তাই নয়, তার কণ্ঠে রেকর্ড হওয়া একটি গানও সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি কনসার্টে। সেখানে এক ছাত্র বারবার কন্নড় গান গাওয়ার অনুরোধ করলে সোনু নিগম তা অগ্রাহ্য করেন।

এরপর তিনি ওই পরিস্থিতির তুলনা করেন কাশ্মীরের সাম্প্রতিক হামলার সঙ্গে। সেই মন্তব্য কন্নড় ভাষাভাষী জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার পর কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স এক বিজ্ঞপ্তি জারি করে জানান, সোনু নিগমের সঙ্গে আর কোনো কন্নড় প্রকল্পে কাজ করা যাবে না। একইসঙ্গে ‘কুলাদল্লি কেলিয়াভুদো’ ছবির নির্মাতারাও জানিয়েছেন, গায়কের গাওয়া গানটি বাদ দেওয়া হয়েছে।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘সোনু নিগম নিঃসন্দেহে এক দক্ষ গায়ক। কিন্তু সম্প্রতি কন্নড় ভাষা নিয়ে যে ভাষায় তিনি কথা বলেছেন, তাতে আমরা অত্যন্ত মর্মাহত।

আমাদের ভাষাকে যেভাবে অপমান করা হয়েছে, তা আমরা সহ্য করতে পারি না। তাই গানটি আমরা বাদ দিয়েছি।’

ওই গানটি এখন নতুন একজন গায়কের কণ্ঠে পুনরায় রেকর্ড করা হবে বলে জানানো হয়েছে।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে