ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রম্নপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। বুধবার দুপুরে দিকে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর বাঘৈর গ্রামের এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপির দুই গ্রম্নপের ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোলস্না ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মানিক কর্মী-সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয়পক্ষের লোকজনদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু বিকালে দুই গ্রম্নপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এদের মধ্যে গুরুতর আহত ছাত্রদল কর্মী নীরব (২২), মিরাজ (২৬), মনির মোলস্নাসহ (২৫) অন্যান্য আহতরা হলেন- আবির মোলস্না (২৫), সৈকত (৩০), ডিকে বাপ্পি (৩০), সিয়াম হোসেন (২৫), তানভীর হোসেনসহ (২২) বেশ কয়েকজনকে স্যার সলিমুলস্নাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।