বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চায় না হেফাজত

যাযাদি ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চায় না হেফাজত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে দেওয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্র্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর যুক্তি হিসেবে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে 'দায়িত্বজ্ঞানহীন কাগুজে' সংস্থা হিসেবে বর্ণনা করে সংগঠনটি বলেছে, ঢাকায় তাদের কার্যালয় খুলতে দেওয়ার সিদ্ধান্ত চরম আত্মঘাতী হবে।

সংগঠনের আমির মুহিব্বুলস্নাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান সংবাদমাধ্যমে

বিবৃতিতে পাঠিয়ে এ আহ্বান জানিয়ছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বিবৃতির বিষয়টি নিশ্চিত করেন।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ফলকার টুর্কের ঢাকা সফরকালে বাংলাদেশে মানবাধিকার পরিষদের কার্যালয় খোলার প্রস্তাবের বিষয়টি সামনে আসে। জাতিসংঘ প্রস্তাব দিলেও এ নিয়ে সিদ্ধান্ত হওয়ার বিষয়ে সরকারের দুই উপদেষ্টা দুই রকম বক্তব্য দিয়েছেন।

ফলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, ওই কার্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ার কথা পরদিন বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

হেফাজত বলছে, বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে বোমাবর্ষণ, গণহত্যা, আগ্রাসন, লুটপাট ও নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও জাতিসংঘের মানবাধিকার পরিষদ সেসবের কিছুই ঠেকাতে পারেনি।

সংগঠনের নেতারা আরও বলেছেন, 'দশকের পর দশক বিনা বাধায় ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও দখলবাজি চলমান এবং কাশ্মিরে ভারত কর্তৃক মানবাধিকার লঙ্ঘন নিয়মিত ঘটনা। এমনকি সাম্রাজ্যবাদীদের আগ্রাসনকবলিত ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও লেবাননসহ অসংখ্য মুসলিম দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্থাটি।'

যে কারণে 'দেশের স্বার্থে' ও 'মুসলিম জনগোষ্ঠীর সভ্যতা সংস্কৃতি অক্ষুণ্ন রাখার জন্য' এ কার্যালয় খুলতে দেওয়া যাবে না বলে বিবৃতিতে দাবি করেন হেফাজত ইসলামের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে