ছয় মেডিকেল কলেজের
নাম বদল, বাদ বঙ্গবন্ধু
ও হাসিনার নাম
ম যাযাদি রিপোর্ট
দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১ শাখা) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের বর্তমান নাম 'মানিকগঞ্জ মেডিকেল কলেজ'। আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর বর্তমান নাম 'নোয়াখালী মেডিকেল কলেজ'। শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের বর্তমান নাম 'জামালপুর মেডিকেল কলেজ'।
শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের বর্তমান নাম 'টাঙ্গাইল মেডিকেল কলেজ'। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরের বর্তমান নাম 'ফরিদপুর মেডিকেল কলেজ'। এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের বর্তমান নাম 'দিনাজপুর মেডিকেল কলেজ'।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডাকাতি করে পালানোর
সময় গণপিটুনিতে
দুই ভাই নিহত
ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে ডাকাতি করে পালানোর সময় ধরা পড়ে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছে। নিহত ইয়াকুব (২২) ও আলমগীর (২৫) ভোলাহাট উপজেলার দুর্গাপুর কামারটোলা গ্রামের হবু শিল্পীর দুই ছেলে।
বুধবার রাত ৮টায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর এই ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ভোলাহাট থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড় জামবাড়ীয়ার কলমুগড়া নামক স্থানে ডাকাতি করে একটি ডাকাত দল। পরে জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছোট জামবাড়ীয়া চামারপাড়ায় দুই ডাকাত ধরা পড়ে। এরপর সেখানেই গণপিটুনিতে দু'জন মারা যায়। এ সময় অপর এক ডাকাত পালিয়ে গেছে।
ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান, জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাতের মৃতু্য হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই।
ট্রাফিক আইন লঙ্ঘনে
ডিএমপির ১৫শ'
মামলা
ম যাযাদি ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৫০০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ অভিযানে ৫৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অভিযানকালে ১১৩টি গাড়ি ডাম্পিং ও ৭০টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।