যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন কমপেস্নক্স প্রাঙ্গণে 'জাতীয় যুব দিবস-২০২৪' উদযাপন উপলক্ষে আয়োজিতর্ যালিতে বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি রেজাউল মকছুদ জাহেদী, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
র্
যালিটি পল্টনস্থ রোলার স্কেটিং কমপেস্নক্সের সামনে থেকে সচিবালয়-শিক্ষাভবন-হাইকোর্ট-শাহবাগ মোড়-বাংলামটর- মগবাজার-ডিএমপি কমিশনার অফিস-মৎস্য ভবন, শিক্ষা ভবন, সচিবালয় লিংক রোড প্রদক্ষিণ করে।র্ যালিতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব প্রশিক্ষণার্থী, আত্মকর্মী, উদ্যোক্তা, যুব সংগঠক ও অন্যরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি