বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি

চট্টগ্রাম বু্যরো
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি

চট্টগ্রামের কাঁচাবাজারে সবজির দাম গত সপ্তাহের চেয়ে আরও কিছুটা কমেছে। দাম কমার তালিকায় রয়েছে করলা, কাঁচা মরিচ, গাজর, শিম, মিষ্টি কুমড়া ও পটল। নানামুখী অর্থনৈতিক সংকটের মধ্যে সবজির দাম কমায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।

শুক্রবার (১ নভেম্বর) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, চকবাজার, অক্সিজেন, আতুরার ডিপো, কর্ণফুলী কমপেস্নক্স, কাজির দেউরিসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম কমেছে ছয় সবজির। এর মধ্যে ১০ টাকা কমে করলা ১৩০, ৪০ টাকা কমে কাঁচা মরিচ ১৬০, ২০ টাকা কমে গাজর ১৬০, ৪০ টাকা কমে শিম ১৬০ টাকা, ১০ টাকা কমে মিষ্টি কুমড়া ও পটল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে বরবটি ৮০, কাঁকরোল ১২০, শসা ৫০-৬০, আলু ৬০, লাউ ৪০-৫০, চিচিঙ্গা ৬০, বেগুন ১০০, ছরা ৬০, ঝিঙে ৮০ এবং পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে খুচরায় শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ১২৫ থেকে ১৩০ টাকা, বাঁধাকপি ও মূলা ৮০ থেকে ৯০ টাকা, শিম ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি হয়েছে। টমেটোর দাম মানভেদে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে আছে। কাঁচামরিচ ১৮০ টাকা ও ধনিয়াপাতা ১২০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া লাল শাক, মূলা শাক, পুঁইশাক ও মিষ্টি কুমড়া শাক ২০ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি করতে দেখা গেছে।

ডিমের দাম গত সপ্তাহের মতো খুচরা বাজারে ডজনপ্রতি ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম গত সপ্তাহের চেয়ে খুচরায় কেজিতে অন্তত ১৫ টাকা বেড়েছে। গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজের কেজিপ্রতি দাম ছিল মানভেদে ৯০ থেকে ১০৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে সেটা ১২০ টাকায় গড়িয়েছে।

বাজারে মাঝারি সাইজের তেলাপিয়া ও পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ২২০ থেকে ২৬০ টাকা কেজি দরে। আর ২৫০ গ্রাম ওজনের চাষের রুই, কাতলা, মৃগেল, কার্পিও, কালবাউস কার্পজাতীয় মাছ বিক্রি হয়েছে ২২০ থেকে ২৬০ টাকায়, যা গত সপ্তাহে ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছিল। আড়াই থেকে দুই কেজি ওজনের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছ ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এছাড়া, ইলিশ মাছ ওজন অনুযায়ী, এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৩০০ টাকা, চিংড়ি মাছ ৯০০ থেকে এক হাজার ৪০০ টাকা, কাঁচকি মাছ ৪০০ টাকা, বেলে মাছ ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা, বোয়াল মাছ ৮০০ থেকে এক হাজার ৪০০ টাকা, কাজলী মাছ এক হাজার ২০০ টাকা, রূপচাঁদা মাছ ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা, লইট্যা মাছ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

মাংসের মধ্যে ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৯৫ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫৪০ টাকা, গরুর মাংস হাড়ছাড়া ৯৫০ টাকা এবং হাড়সহ ৭৫০ টাকা, খাসির মাংস ৯৫০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়েছে।

চালের বাজারে কাটারিভোগ আতপ ২৫ কেজির বস্তা দুই হাজার ৫০ টাকা, বেতি আতপ ৩২০০ থেকে ৩২৫০ টাকা, হাফসিদ্ধ নাজিরশাইল ২২০০ টাকা, চিনিগুঁড়া ১৫০ টাকা, পাইজাম আতপ ১৭৫০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ছোট মসুরের ডাল ১৩০ টাকা, মোটা মসুরের ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৫৫ টাকা, খেসারি ডাল ১১০ টাকা, চনার ডাল ১৪৫ টাকা, ছোলা ১৩৫ টাকা, দেশি রসুন ২৪০ টাকা, চীনা রসুন ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছে।

নগরের চকবাজার এলাকার বাসিন্দা মো. সোহেল বলেন, অক্টোবর মাসের শুরুতে সবজির দাম এত বেশি ছিল যে একসঙ্গে দুটো সবজি কেনা যেত না। এখনও অনেক সবজির দাম বেশি, তবে কিছু কিছু সবজির দাম কমছে, এটা স্বস্তির। ধীরে ধীরে নাগালের মধ্যে চলে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে