ঢাকার বায়ুদূষণ কমছে না। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সকাল ১০টার দিকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান ছিল চতুর্থ। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৭৫। বাতাসের এই মান 'অস্বাস্থ্যকর' বলে বিবেচনা করা হয়।
ছুটির দিনে রাজধানীতে, বিশেষ করে সকালের দিকে যানবাহন অনেক কম চলে। অনেক কলকারখানাও বন্ধ থাকে। তবুও দূষণ পরিস্থিতির উন্নতি হয়নি। শুক্রবার সকাল ১০টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিলিস্ন, স্কোর ছিল ২৫৪। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২২০। ঢাকার বায়ু এদিনও ছিল অস্বাস্থ্যকর। এই বায়ু যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর। ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস, মহাখালীর আইসিডিডিআরবি ও গুলশান-২।