বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি রিপোট
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলবর্

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

1

সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

বিএফআইইউ থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ তথ্য চাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

ছাত্র-জনতার অভু্যত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। এর মধ্য দিয়ে টানা ১৬ বছর আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে।

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

যাযাদি ডেস্ক

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ দেশের বিভিন্ন স্থানে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত জিরাবো লাইনের আওতাধীন জিরাবো থেকে বিশমাইল রোডের এবং বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত ভাদাইল ও এর আশপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশপাশের এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

টঙ্গীতে ট্রেনে কাটা

পড়ে নিহত ২

ম গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে অজ্ঞাত ২ জন নিহত হয়েছেন। সোমবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের টঙ্গীর বনমালা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনই পুরুষের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনে বয়স ১০ বলে ধারণা করা যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তারা সম্পর্কে বাবা-ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন। নিহতরা রেললাইন দিয়ে হাঁটতে ছিলেন বলে স্থানীয়রা দেখেছেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, নিহতরা বাবা-ছেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে