শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিস আহমেদ এ তথ্য জানান। এর আগে সকাল সকাল ৬টায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অফিস। সোমবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আনিস আহমেদ বলেন, 'আগামী কয়েকদিন তাপমাত্রা নিচের দিকে থাকতে পারে। এখানে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।'
খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে চা বাগানে শীত উপেক্ষা করে সকালবেলা কাজে বের হতে দেখা গেছে শ্রমিকদের।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ পাল্টানে শুরু করেছে।
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্য সচিব
ম যাযাদি রিপোর্ট
খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ইসমাইল হোসেনকে দুদকের করা মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর মোশাররফ আলী সালাম বলেন, 'সকালে ইসমাইল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এ মামলায় ইসমাইলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।'
পরে শুনানি নিয়ে আদালত ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আইনজীবী সালাম।
দুদকের আবেদনে বলা হয়, 'ইসমাইল হোসেন দায়িত্ব পালনকালে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠ সহোযোগী হিসেবে ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন মর্মে জানা যায়। দুদকের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠ সহোযোগী হিসেবে খাদ্য সচিব ইসমাইল হোসেনকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এ বিষয়ে কমিশনের অনুমোদন রয়েছে।'