রাজধানীর উত্তরায়
সড়ক দুর্ঘটনায়
নিহত ১
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর উত্তরায় ট্রাক ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক
৫০ বছর।
বুধবার এই তথ্য নিশ্চিত করেন পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী গোলাম রব্বানী জানান, তিনি উত্তরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ওই ব্যক্তি রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জানতে পারেন, একটি ট্রাক তাকে ধাক্কা দিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ওই ব্যক্তিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভোরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, স্থানীয় কেউই ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি। তার পরনে পুরাতন একটি লুঙ্গি ও সোয়েটার ছিল। যেগুলো দেখে তাকে ভবঘুরে মনে হচ্ছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজধানীর লালবাগে
ছুরিকাঘাতে আহত
ব্যক্তির মৃতু্য
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম হোসাইন শুভ (৩৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকালে তিনি মারা যান।
পরিবারের বরাত দিয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, হোসাইন শুভ লালবাগের নবাবগঞ্জ এলাকায় স্থায়ী বাসিন্দা। পাওনা টাকা নিয়ে এলাকার এক তরুণের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জেরে গত রোববার গভীর রাতে কয়েকজন নবাবগঞ্জ এলাকায় তাঁকে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়।
হোসাইন শুভর চাচাতো ভাই রোকনউদ্দিন বলেন, তিন তরুণ মিলে হোসাইন শুভকে ছুরিকাঘাত করেন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃতু্য হলো। হোসাইন শুভর বাবার নাম আবদুস সালাম। চার ভাইয়ের মধ্যে তিনি সবার সবার ছোট ছিলেন।