দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ জন; এই সময়ে কারো মৃতু্যর খবর আসেনি। এ বছর সব মিলিয়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৫৮ জনে। মশাবাহিত এ রোগে প্রাণ গেছে ৫৬৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪ জন, ঢাকা বিভাগে ১১ জন, ময়মনসিংহে পাঁচ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে চার জন, বরিশাল বিভাগে দুইজন জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন। গত একদিনে রাজশাহী এবং রংপুর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৫৭ জন; আর ৫৭৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ৩৬২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১?৯৬ জন।
ডিসেম্বরের ২৩ দিনে ডেঙ্গু আক্রান্ত ৯ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃতু্য হয়েছে ৭৭ জনের। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃতু্য হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃতু্য হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।