থার্টি ফার্স্ট নাইটে
আতশবাজি ফোটানো
বন্ধে হাইকোর্টে রিট
ম যাযাদি রিপোর্ট
থার্টি ফার্স্ট নাইটে ঢাকার বাসা বাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফুটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এ রিট দায়ের করেন। রিটে, জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ওই দিন রাত ১০টা থেকে একটা পর্যন্ত ১৪৪ ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
বায়ুদূষণে শীর্ষে হ্যানয়
তৃতীয় অবস্থানে ঢাকা
ম যাযাদি ডেস্ক
বিশ্বে সবচেয়ে বেশি বায়ুদূষণের শিকার শহরগুলোর মধ্যের ঢাকার অবস্থান ছিল তৃতীয়। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এই তথ্য জানিয়েছে।
সোমবার ভোর পাঁচটার দিকে আইকিউএয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান ছিল ২১৮। তাদের হিসাব অনুযায়ী, ২০২ থেকে ৩০০ পর্যন্ত বায়ুর মানকে 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়।
এদিন বিশ্বের সবচেয়ে বেশি বায়ুদূষণের শহর ছিল ভিয়েতনামের হ্যানয়, যার বায়ুর মান ২৩২। দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের করাচি যার মান ২২৩। ১২৫টি শহরের বায়ুর মানের তথ্য জানিয়েছে আইকিউএয়ার। সুইজারল্যান্ডভিত্তিক এই পস্ন্যাটফর্মটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা স্বাস্থ্যকর এ বিষয়ে নিয়মিত তথ্য দেয় তারা।
চার জেলায় নতুন
পুলিশ সুপার
ম যাযাদি ডেস্ক
দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপাররা হলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রাম জেলার এসপি, সিআইডির মো. মিজানুর রহমানকে টাঙ্গাইল জেলার এসপি, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুর জেলার এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।