সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নিবন্ধনের জন্য ইসিতে দৌড়ঝাঁপ এনডিপির

যাযাদি রিপোর্ট
  ২৫ মে ২০২৫, ২১:৪৬
আপডেট  : ২৫ মে ২০২৫, ২১:৫৩
নিবন্ধনের জন্য ইসিতে দৌড়ঝাঁপ এনডিপির
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনডিপি চেয়ারম্যান আবু তাহের। ছবি: সংগৃহীত

আবারও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী প্রতিষ্ঠিত দল ন্যাশনাল ডেমোক্রেটি পার্টি-এনডিপি।

রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ‘নিবন্ধন আবেদন পুনরুজ্জীবিত’ করার দাবি নিয়ে সাক্ষাৎ করে দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

1

এনডিপির প্রতিষ্ঠাতা সালাউদ্দিন কাদের ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে দলের বাঘ প্রতীকে নির্বাচিত হন, যিনি সাকা চৌধুরী নামে বেশি পরিচিত।

২০০৮ সালে দল নিবন্ধন প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন-ইসি। এনডিপি নিবন্ধনের আবেদন করলেও সাকা চৌধুরী পরবর্তীতে বিএনপির সংসদ সদস্য হওয়ায় নিবন্ধন আবেদন নাকচ হয়।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এনডিপির চেয়ারম্যান মো. আবু তাহের সাংবাদিকদের বলেন, ‘আমাদের অতীতের নিবন্ধনের আবেদন স্বৈরাচার সরকার যেসব কারণে দেয়নি, সেগুলো আমরা খোলাসা করে আলোচনা করেছি। সালাউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকার কারণেই মূলত দলের নিবন্ধন দিচ্ছিল না, যদিও নির্বাচন কমিশনের সব শর্ত আমরা পূরণ করেছি।’

‘ফ্যাসিস্ট’ সরকারকে বিদায় করতে এনডিপির নেতা-কর্মীরা ‘আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল’ বলেও কমিশনের কাছে তুলে ধরার কথা বলেছেন তিনি।

আবু তাহের বলেন, ‘আমরা চাচ্ছি, এনডিপি যেহেতু একটি জাতীয় গণতান্ত্রিক দল, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা এখন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন চাচ্ছি।’

সিইসি নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার ব্যাপারে তাদের আশ্বস্ত করেছেন, বলেন এনডিপি চেয়ারম্যান।

এনডিপির মহাসচিব আব্দুল্লাহ-আল-হারুন সোহেল ছাড়াও প্রেসিডিয়াম মেম্বার মুসা মণ্ডল, জামিল আহমেদ, মিজানুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে