কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী ‘দৌলতপুর ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে কনকাপৈত ইউনিয়ন ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য দুইটি বাই সাইকেল উপহার দেয়া হয়েছে। বাই সাইকেল কিনতে আর্থিক সহযোগিতা করেছেন অধ্যাপক মোহাম্মদ আলী মজুমদার ও অষ্ট্রিয়া প্রবাসী কাজী আবদুল হক খোকন।
গতকাল বাই সাইকেল প্রদানকালে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী মজুমদার, ছাত্রশিবিরের চৌদ্দগ্রাম উপজেলা সদর সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, কনকাপৈত ইউনিয়ন সভাপতি নুরুজ্জামান ফরায়েজী আরিফ, মোঃ এয়াছিন ফরায়েজী, কাজী আব্দুর রউফ, হাজী নরুল ইসলাম মজুমদার, সৈয়দ আবু তাহের, জাফর আহমেদ ভুঁইয়া, আইয়ুব আলী মজুমদার, ডাক্তার আলী হোসেন, সৈয়দ আহম্মদ, নজরুল ইসলাম মজুমদার, সৈয়দ উজ্জ্বল হোসেন, ফরহাদ হোসেন মজুমদারহর অন্যান্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, দৌলতপুর ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজ অব্যাহত রেখেছে।