বাংলাদেশ মুয়ে থাই এসোসিয়েশন হবিগঞ্জ শাখা ও হবিগঞ্জ জেলা উশু এসোসিয়েশনের আয়োজনে সার্টিফিকেট বিতরণ ও বাংলাদেশ মুয়ে থাই প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী স্কুলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও হবিগঞ্জ জেলা জুজুৎসু এসোসিয়েশন সভাপতি মঈনুল হাসান রতন।
বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ক্রীড়া পুরস্কার পদকপ্রাপ্ত বাংলাদেশ মুয়ে থাই ফেডারেশন সভাপতি কাজল দত্ত, হবিগঞ্জ জেলা জুজুৎসু এসোসিয়েশন সাবেক সভাপতি শাহ মশিউর রহমান কামাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি জেলা উশু এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, বাংলাদেশ মুয়ে থাই ফেডারেশন সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ, বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশন দপ্তর সম্পাদক জাতীয় উশু প্রশিক্ষক বাবুল আহমেদ রুবেল। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এ অনুষ্ঠানে সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।