ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত মাদরাসাসমূহে ২০২৩ শিক্ষাবর্ষের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা মঙ্গলবার শুরু হয়েছে। সারা দেশে একযোগে ৩১৭ কেন্দ্রে ১ লাখ ১২ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা শুরুর দিনই ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা এবং তা'মীরুল মিলস্নাত কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইআরবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম। এসময় ভাইস চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যায়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান ও ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ।
বুধবার ফাজিল পাস ১ম ও ৩য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিদর্শনকালে শিক্ষার্থীদের উপস্থিতি ও নকল মুক্ত পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম। এসময় ভাইস চ্যান্সেলর মাদরাসা-ই- আলিয়া ঢাকায় ফাজিল (স্নাতক) পরীক্ষায় অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থী মো. হাবিবুলস্নাহ হামীমের খোঁজ নেন এবং তার চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি