চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) 'সমাবর্তন- ২০২৫' আগামী ১৮ জানুয়ারি পতেঙ্গায় অবস্থিত চিটাগং বোট ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহতী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব নুরুন আখতার। সমাবর্তন বক্তা হিসেবে যোগ দিবেন শিল্পগ্রম্নপ ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং। বক্তব্য রাখবেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব এবং সিআইইউর প্রতিষ্ঠাতা ট্রাস্ট 'এডুকেশন, সায়েন্স, টেকনোলজি এন্ড কালচারাল ডেভেলপম্যান্ট ট্রাস্ট'র (ইসটিসিডিটি) চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান। অনুষ্ঠানে সিআইইউর বিভিন্ন অনুষদের মোট ২১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে, এরমধ্যে ১ হাজার ৪৫২ জন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা, প্রকৌশল, আইন, এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং বাকী ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
অনুষ্ঠানে ১৪ শিক্ষার্থীকে তাদের স্ব স্ব প্রোগ্রামে অসামান্য কৃতিত্বের ফলস্বরূপ 'টপ এ্যাচিভার্স' অ্যাওয়ার্ড প্রদান করা হবে, যার মধ্যে ২ জনকে ভ্যালেডিক্টরিয়ান হিসেবে বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করা হবে। আলোচ্য সমাবর্তন অনুষ্ঠানে আমাদের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে এমজিএইচ গ্রম্নপ। সংবাদ বিজ্ঞপ্তি