গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মেসার্স মুবতাদি এন্ড ওয়াশিং কারখানার অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানার মালিক মো.শফিকুল ইসলাম ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে বিদ্যমান পিএসআইজি বিতরণ লাইন থেকে অবৈধভাবে পিএসআইজি সার্ভিস লাইন স্থাপনের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করতেন।
কারখানায় ৫০০ কেজি ক্ষমতা সম্পন্ন একটি বয়লার এবং ৯টি ড্রায়ার এ ঘন্টাপ্রতি ৩৩০০ ঘনফুট লোড অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হতো। এই অবৈধ সার্ভিস লাইন কেপিং করা হয় এবং এ বিষয়ে সাভার থানায় জিডি করা হয়েছে।
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান চালানো হচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে ১৪৯টি শিল্প, ৯৪টি বাণিজ্যিক ও ১৮,৮৩৪টি আবাসিকসহ মোট ১৯,০৭৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৪,৭০০টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে ৯৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি