বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

  ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মেসার্স মুবতাদি এন্ড ওয়াশিং কারখানার অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানার মালিক মো.শফিকুল ইসলাম ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে বিদ্যমান পিএসআইজি বিতরণ লাইন থেকে অবৈধভাবে পিএসআইজি সার্ভিস লাইন স্থাপনের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করতেন।

কারখানায় ৫০০ কেজি ক্ষমতা সম্পন্ন একটি বয়লার এবং ৯টি ড্রায়ার এ ঘন্টাপ্রতি ৩৩০০ ঘনফুট লোড অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হতো। এই অবৈধ সার্ভিস লাইন কেপিং করা হয় এবং এ বিষয়ে সাভার থানায় জিডি করা হয়েছে।

1

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান চালানো হচ্ছে।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে ১৪৯টি শিল্প, ৯৪টি বাণিজ্যিক ও ১৮,৮৩৪টি আবাসিকসহ মোট ১৯,০৭৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৪,৭০০টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে ৯৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে