শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

'ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৫' উদযাপিত

  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
'ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৫' উদযাপিত
'ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৫' উদযাপিত

২৪ জানুয়ারি শুক্রবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে 'ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৫' উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ড্যাফোডিল গ্রম্নপের ৫৪টি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে সাত হাজার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। আয়োজনের মধ্যে সবার অংশগ্রহণে দুই দশকের বেশী কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের খেলা, কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের অংশগ্রহণে বিস্কুট দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন রাইডে অংশগ্রহণ,র্ যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মিলনায়তনে বিগত দুই যুগের বেশী কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের স্বীকৃতিসহ পুরস্কার তুলে দেন। আমন্ত্রিত সবাইকে স্বাগত জানিয়ে ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল গ্রম্নপ শুধু একটি প্রতিষ্ঠানই নয়, এটি একটি পরিবারও বটে। এখানে কর্মীরা সবাই একটি পরিবারের সদস্যদের মতো কাজ করেন। কর্মীদের মধ্যে মিথস্ক্রিয়া, আন্তরিকতা ও হৃদ্যতা বাড়ানোর লক্ষ্যে এই ফ্যামিলি ডে'র আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মীদের হাত ধরেই ড্যাফোডিল ফ্যামিলির প্রতিটি প্রতিষ্ঠান সাফল্যের শিখরে পৌঁছে যাবে।

ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, ড্যাফোডিল পরিবারের প্রধান পরিচলন কর্মকর্তা ড. মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ। উলেস্নখ্য ড্যাফোডিল ফ্যামিলি বর্তমানে শিক্ষা, আইসিটি, বিনিয়োগ ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে