বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

চট্টগ্রাম বু্যরো
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশা (ম্যাক্সিমা) চালকরা। তাদের অভিযোগ, যাত্রী ওঠানামার জন্য দাঁড়ালেই পুলিশ মামলা ঠুকে দিচ্ছে। নয়তো চাঁদা নিচ্ছে। তবে পুলিশ বলছে, হয়রানিমূলক মামলা কিংবা চাঁদা দাবির সুযোগ নেই। বরং সড়কে প্রতিবন্ধকতা করে যাত্রী ওঠা-নামা করায় যানজট সৃষ্টি করে চালকরা।

রোববার দুপুরে তারা সড়ক অবরোধ করেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে অটোরিকশা চালকরা নগরের কোতোয়ালী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়কের মাঝখানে অটোরিকশা রেখে তারা বিভিন্ন স্স্নোগান দেন। এতে নগরীর কোতোয়ালী থেকে লালদিঘী পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। দুপুর দেড়টার দিকে পুলিশের

আশ্বাসে চালকরা সড়ক ছাড়েন।

বিক্ষোভে এক ম্যাক্সিমা চালক বলেন, পথের বিভিন্ন জায়গায় দাঁড়ানোর পর মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ। যাত্রী ওঠানামার জন্য দাঁড়াতে হয়। কোতোয়ালী মোড়ে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা নেই। কিন্তু মোড়ে দাঁড়ালেই পাঁচ হাজার টাকার মামলা দিচ্ছে। অথচ সারা দিন গাড়ি চালিয়ে দুই হাজার টাকাও উঠছে না।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ লিয়াকত আলী খান যায়যায়দিনকে বলেন, কোতোয়ালী মোড়ের রাস্তা অনেক ব্যস্ত থাকে, যেহেতু সেটা আদালত পাড়া। সড়কে প্রতিবন্ধকতা করে যাত্রী ওঠা-নামা করায় ওসব ম্যাক্সিমা গাড়ির জন্য প্রায়ই যানজট লেগেই থাকে। এছাড়া গাড়িগুলোর কোন সঠিক কাগজপত্র দেখাতে পারে না।

ডিসি মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, তাদেরকে আমরা বলেছি কোনো দাবি থাকলে অফিসে এসে কথা বলতে। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যদি গাড়ির সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে ওই চালকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। পরে তারা আশ্বাস পেয়ে সড়ক ছাড়েন।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, 'সড়কে পার্কিং করায় তাদের একজনকে মামলা দেওয়া হয়েছিল। সে জন্য তারা কিছুক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের সঙ্গে বৈঠক করেন। তাদের বুঝিয়ে বলার পর তারা উঠে গেছেন। যান চলাচল শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে