শোবার ঘরে মুরগির রক্ত ছিটিয়ে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান বৃদ্ধ। এরপর স্বজনরা এসে রক্ত দেখতে পেয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা ও গুমের অভিযোগ এনে জমা দেন লিখিত অভিযোগ। শেষ পর্যন্ত ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সেই বৃদ্ধকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এমন ঘটনা রাজধানী উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায়। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। টাঙ্গাইল থেকে উদ্ধার করা ওই বৃদ্ধের নাম রিয়াজ উদ্দিন (৬৮)। তিনি দীর্ঘ বিশ বছর যাবৎ রাজধানী উত্তরা ৫ নম্বর সেক্টরের ৫নং রোডের ৪নং ওই বাড়িতে দারোয়ানের কাজ করছেন।
জানা যায়, শুক্রবার রিয়াজ উদ্দিনের ছেলে ফারুক মিয়া তার বাবাকে কে বা কারা হত্যা ও গুম করেছে জানিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজ উদ্দিনের থাকার ঘরে রক্তের ছিটা ও তার বিছানা এলোমেলো অবস্থায় দেখতে পায়।
তবে, এলাকার সিসি ফুটেজ উদ্ঘাটন ও প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসে ঘটনার আসল চিত্র। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, 'সে (রিয়াজ উদ্দিন) তার স্ত্রীর সাথে ঝগড়া করে ওই বাড়ি থেকে বের হয়ে যান। আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করেছি এবং টাঙ্গাইলের মধুপুর থেকে তাকে জীবিত উদ্ধার করেছি।'
রিয়াজ উদ্দিনের কক্ষে রক্তের ছাপ ও এলোমেলো বিছানার বিষয়ে জানতে চাইলে ওসি জানান, ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে বাজার থেকে মুরগি কিনে এনে মুরগি জবাই করে সে নিজেই রক্ত ছিটিয়েছে। পারিবারিক কলহের জের ধরে কাউকে কিছু না জানিয়ে চলে যায়। উদ্ধার রিয়াজ উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন পূর্ব নড়াইল গ্রামে। বর্তমানে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।