সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মো. শাহজাহান মিয়া

  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মো. শাহজাহান মিয়া
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মো. শাহজাহান মিয়া

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয় বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিজ দায়িত্বের অতিরিক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বও পালন করবেন।

মোঃ শাহজাহান মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা। ইতোপূর্বে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শাহজাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি চীন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, ভারত সহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে